হেমন্তে হাঁটি
আজহারুল ইসলাম আল আজাদ


হেমন্তের সোনাঝরা রোদে আল পথে হাঁটি
মাঠ জুড়ে সোনালী ধানের শিষ কতনা পরিপাটি!
ছোটন ঘুমায় আলের পাশে বিছায়ে শীতলপাটি,
সোনালী ধানের শিষের ওপর  করে ছুটোছুটি।


রুপালি শিশির ঝিলিক হাসিতে জড়িয়ে ধরে পা,
দেখি বাংলার মুখ কি অপরুপ তার শোভা!
রাত্রিতে বাঁশ বনে শুনি হুতোম প্যাঁচার ডাক
গোভাগারে শকুনের সাথে দেখি দাড়কাক।


শেয়ালগুলো দল বেঁধে হুক্কাহুয়া ডাকে,
বুনো হাঁস খেলা করে নদীর বাঁকে বাঁকে।
আকাশের চাঁদ বিলায় আলো রাশি রাশি
জোনাকিরা জ্বালিয়ে আলো করে নাচা নাচি।

প্রফুল্লতায় ভরে উঠে মন মুছে যায় বিষন্নতা
প্রিয় বাংলা  স্বদেশ আমার -প্রিয় কবিতা।