ইচ্ছেগুলো
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ


সেদিন ইচ্ছেগুলো প্রবল ছিল
অনেক কর্মে অনেকগুলো মিলে গেল,
যেগুলো ছিল ভবিষ্যতের কল্পনা
সেগুলো গড়ৃমিল হল
নিরাশার বালুচরে ঝপটি খেল,
আচরে পরে মুচরে গেল,
ব্যথার সাগরে।
কিছু ইচ্ছের ডানা লম্বা ছিল
আকষ্যাৎ বাতাসে ভেঙে  গেল
ওঝা এল ফুক ফাক হল,
ইচ্ছে গুলো কিছুতেই পুরন হল না
শুধু শুন্যতা হাহাকার জন্মাল
ইচ্ছের নগরে।