জানা মানা চেনা
আজহারুল ইসলাম আল আজাদ


হয়ত  তাঁরেই জানেন
যে আপনারে জানে,
হয়ত তাঁরেই মানেন
যে আপনারে মানে।


এত জানা এত মানা
তারপরেও  অচেনা?
জানা মানা নয় চেনা
যদি নাথাকে লেনাদেনা।


জানা মানা যত সহজ
চেনা বড় কঠিন
কষ্টিপাথরে সোনা
চিনে কী অর্বাচীন?


চিনতে ভেদ-পরিচয়
যেতে হয় গভীরে,
তবুও চেনা হয়না মানুষ
অমানুষের ভীরে।