কলঙ্কিত
আজহারুল ইসলাম আল আজাদ
২৩/১০/২০২১ খ্রিঃ


পতিকে রাখিয়া খাটে
আসিলাম নদীর ঘাটে,
হাত রাখিলাম মাঝির হাতে,


বালুচরে ফেলিয়া আমারে
মজা নিল লুঠিয়া আহারে
পলায়ন করিল মাঝি প্রাতে।


নিজদোষে কলঙ্কিত হয়ে
কুল হারা এক নদীর কূলে
যুদ্ধ করি জীবনের সাথে।


বালুচরে রাখিয়া আমারে
ওপারে মাঝি আছে মহাসুখে
কলংকে মাথায় কাঁদি দিন-রাতে।