লজ্জাবতী
আজহারুল ইসলাম আল আজাদ


ভইসাপাড়ার লজ্জাবতী
দেখতে শুনতে ভালো,
মধুর বচন মুখে তার
ভিতর বেজায় কালো।


বাড়ীর খবর বাইরে বলে
কেউ বললে তার দোষ,
তর্ক যে তার নিত্য সাথী
করে মিথ্যাবুলির চাষ।


নিজেকে ভাবে হুরপরি
বাদ বাকী সব পঁচা,
ব্লেডের মত কথার ধার
করে পরের ধনের আশা।


বউ হল বাড়ীর চাকরানী
খাটায় সকল কাজে,
কথার মাঝে স্লোক মারে
বউ উত্তর দেয়না লাজে।


হঠাৎ করে লজ্জাবতীর
স্বোয়ামী গেল মরে,
লজ্জাবতী একলা ঘরে
বিছানায় থাকে পরে।।


বউয়ের কাছে  লজ্জাবতীর
লজ্জা গেল উঠে
বউও এখন স্লোক মারে
লজ্জবতীর হাল সুটমুটে।