মানুষের মাংসের গন্ধ
আজহারুল দইসলাম  আল আজাদ


বাংলার পরাজিত শক্তি
শকুন চোখে চায়,সুযোগে ছোবল মারে।
তারা রক্ত নদীর হুলি খেলায়
মেতে উঠে! তারা পুলিশ মারে,
তারা বাসে আগুন দেয়!
গাছ কেটে রাস্তা অবরোধ করে
পশু সেজে নর মাংসের গন্ধ শুঁকে,
পরিবারের আহাজারী দেখে
অট্টহাসিতে নৃত্য করে।
হরতালের নামে গনতন্ত্রকে
করে নস্যত করে পদাঘাত!
জাগো বাঙালি জাগো,
এদের কর প্রতিহত, এরা সন্ত্রাস
এরাই মৌলবাদ।
এরা রক্তখোর,পশ্চিমাদের দোসর,
এক্ষুনি সময় প্রতিহতের সময়,
আর নয় হরতাল আর নয় অবরোধ,
এদের বিরুদ্ধে করতে হবে প্রতিবাদ।
জাগো বাঙালি জাগো গড় প্রতিরোধ।