দালান কোঠা পাকা বাড়ি
সবি থাকবে পরে,
মাটির ঘরে যেতে হবে
সবকিছু ছেরে।


মা গেল বাবা গেল
এলনা তারা ফিরে
মাটির ঘরে রইল তারা
জনমভর ধরে।


ভাই গেল বোন গেল
এলনা তারা ফিরে
মায়া মমতা যত ছিল
নিয়ে গেল কেরে।


আমি অধম রয়েছি পরে
ধরার ধুলির পরে।
লুটোপুটি খেয়ে খেয়ে
যাব একদিন মরে।


মরার ভয় করিনা আমি
অনেক মরন দেখেছি
দুনিয়াদারী রং মেখে
সুখ দুঃখে ভুগেছি।


মরার সময় শুধু আমার
কলেমা যেন নচিব হয়,
লাই লাহা ইল্লাল্লাহ
সদা যেন ঠোঁটে  রয়।