টিকটক করতে করতে
মনু মিয়া নায়ক,
বেসুরা গান গাইতে গাইতে
হয়ে গেল গায়ক।


ফেইজবুকের লাইভে এসে
হয়ে গেল কবি,
তাকে ঘিরে তাচ্ছিলতার
ভাস্কার্য আর ছবি।


সেখান থেকে মনু মিয়া
রাজনৈতিক নেতা,
বক্তৃতা গান কবিতা শোনার
আছে অনেক স্রোতা।

বিবেকবানদের তাকে নিয়ে
নেইতো মাথা ব্যাথা,
তারপরত: অনেক জনের
হয়েছে মাথার ছাতা।


মেধা তার যেমনি হোক
যদিও থাকে জিরো,
কষ্ট করে টাকা কামালেই
সে সমাজের হিরো।


তার সাথে ছোটে যারা
তারাও মনু মিয়া,
ভালবাসে মনু মিয়াকে
জীবন প্রাণ দিয়া।


টাকার লোভে কতজনে
তেল মলম লাগায়,
সে থেমে গেলেও আবার
চামচারা সব জাগায়।


তার দিকে নজর এখন
উৎসুক জনতার,
অর্বাচীনদের মাঝে সে
নতুন অবতার।