মরণব্যধি তুমি ইতিহাস
আজহারুল ইসলাম আল আজাদ


তুমি আমি বন্দী একই ঘরে
তিনফুট ব্যবধানে থাকি,
মন চায় তোমাকে জড়িয়ে তোমার ললাটে চুম্বন দেই,


জানিনা তোমার হাঁচিতে কাঁশিতে যদি কোন ভাইরাস থেকে থাকে তাই আমি নিজেই আজ লক ডাউন হয়েছি।


তুমিও মাঝে মাঝে হাতটি বাড়াও
আমার হাতের কোমল পরশ পেতে
কিন্তু কেন তুমি এগিয়ে পিচাও ;


ও বুঝেছি তুমি আজ করোনার ভয়ে নিজেই লক ডাউন হয়েছ।


সাবান আজ বিরক্ত হয়েছে, বার বার হাত ধোয়ার কারনে ক্ষয়ে যাচ্ছে, সাবানের কাঁন্নায় হাতে ফেনা উঠেছে,


সেই কালো কালো হাতের রেখাগুলি সাদা ফ্যাকাশে হয়েছে কিন্তু মনে যে করোনার ভিতি দুর হচ্ছে না।


ইতালী স্পেনে চিনে যুক্তরাষ্ট্রে লাশের পাহাড় দেখে তুমি আমি আমরা সবাই ভয়ে আছি,
না যায় ছোঁয়া যায় না কাছে যাওয়া সে ভয়টি তোমাকে আমাকে দুরে রেখেছে।


চিন্তার কারন নেই যা আছে কপালে তাতো হবে হয়ত বেঁছে থাকলে নতুন চাঁদের জোছনায় হাত ধরে ধরে বসে সারারাত গল্প করে কাটিয়ে দিব সেই মরণ ব্যধি করোনার গল্প।
নতুন করে যারা পৃথিবীতে আসছে তারা
শুনে শুনে আঁতকে উঠবে।জন্ম জন্মান্তরে করোনা তুমি মরণব্যধির ইতিহাস হয়ে থাকবে।