মরিতে হবেই
আজহারুল ইসলাম আল আজাদ


মরিতে হবেই তাইতো জন্মেছি
আমার ভ্রুনকোষে,
নৈসর্গিক বায়ু  জীবন বাঁচাতে
ফুসফুস দখল করেছে।
১০ মাস ১০দিনে মানব রুপে পৃথিবীর কোলে
চক্ষু মেলে মায়ের মুখে মধুমাখা কষ্টের হাসি
দেখেছি।
আজও রেখেছেন যিনি, তারে দেখিনি,
ভুলে ভালে বুঝে নাবুঝে আনন্দে আহলাদে
জীবনের শেষাংশে অবস্থান করেছি।


নিয়ামতে পরিপুষ্ট বায়ুর জন্য আজ
পৃথিবী হাহাকারে,
অনেক ফুসফুস আজ বায়ু শুন্য, মরন যে দুয়ারে দ্বাড়ায়ে বিভৎস আকৃতিতে পৃথিবীর  আখঁড়া, বিনষ্ট দেহা রাখা হবে মাটির গহব্বরে।


না আছে চন্দ্র সুর্য নক্ষত্র তারা মানুষ সৃষ্টি ইলেক্ট্রিসিটি, না আছে জোনাকীর আলো,
ঢুকবে না ফিনকির আলোক ছটা,
আছে সেথা মানুষ খেকো পোকা,
সর্প বিচ্ছু কুঁড়ে কুঁড়ে খাবে চন্দন মাখানো দেহ গলে পঁচে  মাটিতে মিসবে।
অসম চিৎকার ধরার মাঝে কভু না আসবে।