আড়ালে থাকতে চেয়েও
পারিনি আড়ালে থাকতে,
যাহা দেখব না বলে ভাবি
তাই আজ হচ্ছে দেখতে।
এ জীবন শুধু গতি পথ খোঁজে,
ভিন্ন চাহিদা আসে রোজে রোজে।
কখনও মরু প্রান্তর
কখনও পানির নহর,
ছুঁটে চলে হৃদয় ভুমে এঁকে বেঁকে।


ছুঁটে চলা কষ্টগুলো যেন দাবানল,
একেকটি কষ্ট একেকটি সম্বল,
কখনও ক্ন্টাকীর্ন অন্তর,
কখনও বা সেটি বন্ধুর,
বিরক্তির তিক্ততা ছুঁয়ে ছুঁয়ে
আসুক্তির পানে পৌঁছানো কঠিন
জীবনটা পোড়ানো সিগারেটের নিকোটিন।