গুরু গুরু মেঘ গগনে ডাকে
ঘুমহীন চোখ নিশিথে জাগে,
নূপুর-নিক্কনে বাদল নাচে
শন শন বায়ু ভৈরবী রাগে।


গুরু গুরু কম্পনে বিশ্বভূবন,
পুলক মনে বিরহের শিহরণ,
শরৎবর্ষনে কাঁদে ভরা নদী,
কাঁদি প্রিয়া ফিরে আস যদি।


প্রেমিক চোখে করুন চাহনি
বাদলা চোখে নেই মোহিনী,
নদী গর্ভে বিলীন স্বপন
তুমি সুজন প্রিয় তুমি আপন।


হাসি কান্না মায়া মমতায়
নদী ও নারীর সমান চলা,
ওষ্ঠ অধর আঁখি ভর ভর
হয়না বিবেক সম্মত বলা।


প্রেম নিবেদন করি কেমনে,
তুমি যে নদীর মত অবলা।