পড়ুয়ার প্রেম বাবার উপবাস।
আজহারুল ইসলাম আল আজাদ


কলেজ পড়ুয়া ছেলের খরচের টাকা
দিবে বলে,রাতের খাবারের চাল
কেনাই হলোনা তাঁর।
অনলাইন ক্লাসের নামে পন্যগ্রাফী
দেখতে রাত কাটে প্রিয় পূত্রের।
দিনের খাবারটুকু ছেলেকে খাওয়ায়
মিলানো টাকার ঘ্রানে পেট ভর্তি,
ছেলের বড়ত্বে ক্ষুধা নেই আর।
শুন্য পেটে হাসিমুখে খরচের টাকা
হাতে দিল মহানন্দে। রিক্সার যাত্রী খোঁজে
এক উড়ন্ত কুহেলিকা রিক্সায় বসে,
তার মুঠো ফোনে কল আসে,
সাউন্ডে বুঝলেন ছেলের কন্ঠ বাজছে,
রিক্সা চালাতে গায়ের রক্ত যেন পোড়া,
মবিলের মত ঘাম হয়ে ঝরছে।
যাত্রী নেমে প্রেমিকের অপেক্ষায় রয়,
দূর থেকে রিক্সাওয়ালা সন্দেহে চোখে চায়।
যে এল সে আর কেউ নয় তাঁরই সুশান্ত
সব্রত কলেজের নাম করে মেতেছে প্রেম খেলায়।
পার্কে বসে প্রেমে মত্ত ছেলে,
চোখের জলে বাবা লজ্জায় মুখ লুকায়।
বাবা বলে হায়রে কপাল কী দেখলাম আজ,
প্রেম কলেজে পুত্র আমার আমি উপবাস।