প্রকৃতির ভালবাসা
আজহারুল ইসলাম আল আজাদ


গোলাপের ভাজে দেখেনু তোমার মত
প্রতিভাজে তুমি আছ মিশে শত শত।
জোস্নার আলোয় তুমি আলেয়া হয়ে
হৃদয় বিনার তারে যাওগো ছুঁয়ে ছুঁয়ে।


ভালবাসার কম্পনে আনচান করে গা
দুর থেকে হাস শুধু যেন হাসনা হেনা
হার মেনেছে চাঁদের হাসি তোমা থেকে,
মুক্তা ঝরে যেন তোমার দাঁতের ফাঁকে!


বর্ষার কালো মেঘ যেন কালো কেশ
নিলাম্বরী শাড়িতে মানিয়েছে বেশ
চোখ দুটো দেখতে  মারবেল পাথর
বুকের ওড়নাটা যেন আকাশী চাদর।


দখিনা হাওয়ায় তোমায় খুজে পাই
প্রকৃতি তোমার মত আপন কেউ নাই!