এই মন আমাকে তোর পছন্দ হয়নি।
অন্য শরীরে কেন জন্ম নেসনি।
আমার খাচার গাঁথুনীর মালিকতো আছে
তাকে ক্যান জিজ্ঞাস করিসনি?
কেন এত জালাতন করিস?
কবিতা লেখবি লেখ,
তোকে তো কেউ নিষেধ করেনি,
গল্প লেখবি লেখ,কিন্তু পিছনে তাকাস ক্যান?
তোর সমালোচনা হবেই, নাহলে সমালোচকরা
কি নিয়ে চায়ের কাপে চুমু দিবে?
নামাজ পড়বি, রোজা করবি তো
ধ্যানে করবি, চালাম চুলুম করিস ক্যান?
ওরে মন তুই অন্যায় করিস ক্যান?
আর বার বার খেতে চাস ক্যান?
পা দুখানা ভাল ছুটতে পারেনা!
হাত কাজে পাকা না!
মাথায় বুদ্ধী কম!
এত জানার পরও এদের ভুল গুলো
মেনে নিতে পারিসনা।
কত বড় মুখ সে কি খাদ্য জোগাতে পারে?
সে তো গোডাউনের দরজা,  
ও মন বেশী বারিস না।
তুই যা করিস তা নিছক অলিক,
নাসিকার রাস্তা বন্ধ হলে বুঝবি
আল্লাই তোর মালিক।