সামাজিক দুরুত্ব কেউ মানছে নাকো আজ
রাত পোহালে থাকে সবার জরুরী কিছু কাজ,
সাধারণ ছুটির আওতায় ছিল অফিস আদালত
ধীর গতিতে খুলছে এসব করোনা করে রোধ।


কলকারখানা খোলা হল খুলল গার্মেন্টস
চাকুরী চলে যাওয়ার ভয়ে মানুষ ছুটেছে বেশ।
সামাজিক দুরত্ব বজায় রাখা সবাই গেছে ভুলে
গায়ে গায়ে থাক্কা দিয়ে চলছে হেলেদুলে।


দিন দিন করোনার অাক্রমন বাড়ছে তো বাড়ছে,
বিশ্বব্যপী হাজারে হাজারে লোকজন মরছে,
এই রোগের ঔষধ আজও হল না আবিস্কার,
সবাই আজ মৃত্যু ঝুকিতে কাটায় প্রতি প্রহর।


মোদের ছোট বাংলাদেশে অনেক লোকের বাস,
পাপ ক্ষমা করো প্রভু বাংলাকে কর শান্তির নিবাস।