শ্রাবন সন্ধ্যা
আজহারুল ইসলাম আল আজাদ


শ্রাবন সন্ধ্যায় ডাকছে ঝিঝি,
হাসছে খোকা নাচছে তালে,
কোথায় ঝিঝি গান ধরেছে?
খুঁজছে খোকা ঝিঝির খালে।


নীল আকাশে মেঘ  জমেছে
মেঘের ফাঁকে চাঁদ উঠেছে,
সেই জোসনায় হেলে দুলে,
ঝিঝি খোঁজে আপন তালে।


কোথায় ঝিঝি কোথায় কিযে?
হয়রান খোকা খুঁজে খুঁজে।
বাঁশ বনে জোনাই জ্বলে,
আগুন নিয়ে আসে রোজে।


খোকার মনে প্রশ্ন জাগে
চাঁদের ভেতর কে বসেছে,?
চাঁদের বুড়ি সুতো কাটে
এ কথাটি মা বলেছে।