ভাল বাসাবাসি
আজহারুল ইসলাম আল আজাদ


ধরার বুকে কেন এত
ভালবাসা বাসি?
কেন শশীর গায়ে রবির কিরণ
আলোকময় নিশি?
দিবালোকে শশী ঘুমায়
কোন পাহাড়ের গায়,
পূর্ণিমাতে জোয়ার জাগে
শশীর মমতায়।


শ্যামল বনে পাখির কূজন
চৈত্রে চাতক বারি চায়,
নীল ভোমরা  মধু লোভে
ফুলে ফুলে যায়।


তুল তুলে নরম ফুলে
ভালবাসার ছোঁয়া,
আগুন জ্বলে মনের ভিতর,
উড়ে বসন্তের ধোঁয়া।