ঘুমন্ত শহরে রাতের চাঁদ যখন ঘুমিয়ে
কেবল আমি একা জেগে আছি
হঠাত করেই আমার জানালায় কেও কড়া নারে
একদল হতাশা এসে আমার সাথে ঘুমাতে চায়
আমি আজ ভালো আছি,
আজকের রাতঘুমে আমি সুন্দর সপ্ন দেখবো
আমি আজকে বেচে থাকব তারার সাথে
আমি আজকে জেগে থাকব সপ্নের সাথে
আমি আজকে ভালবাসব প্রিয় কবিতার বইকে
আমি ঘুমিয়ে পরি
সকালে আর ঘুম থেকে উঠা হল না
বুঝতে পারি, আমি না ফেরার দেশে,
বুঝতে পারি, আমি কান্না করছি
বুখতে পারি, আমি হাসতে পারছিনা
বুঝতে পারি, আমার রক্ত জমে যাচ্ছে
আমি, আমি জেগে থাকতে চাই প্রকৃতির মাঝে
যেখানে মায়ের আদর বিদ্দমান।