ছন্দছাড়া আমি তোমায় পেয়ে কবিতায়
মেতে উঠি
তোমায় পেয়ে নিখিলের বুকে
গান গাই,
তোমায় পেয়ে মরুর বুকে
সপ্ন দেখি,
তোমায় পেয়ে বৃষ্টি শেষে
রঙধনু আকি,
আমি কবিতা লেখি
গান গাই
তারা দেখি
ক্ষুদা পেটে
তুমি নাই,
আসবেনা বলেছ আগেই,
শতাব্দীরর পর নতুন শতাব্দী,
চলে তো যাচ্ছেই,
আমিও চলে যাব, লোকালয় থেকে
একটু দূরে,
সপ্নের জাল্টাকে আর ছিঁড়তে
দেব না তোমায় ভেবে,
এখন আমি অনেক বড়
তোমায় ছাড়া হাটতে পারি,
তোমার ছবির ফ্রেমের উপর
ধুলোর ময়লা সইতে পারি,,