অগোছালো জীবনক্ষনে
যখন এসে ছিলে,
কড়িডোরে বেঁধে ছিলাম
সব কিছু ভুলে।
পাশে এসে আপন মনে
বলতে যখন কথা,
মনে হতো দু-জন যেন
একই সুঁতাই গাঁথা।
আম কুড়ানাে দিন গুলো সেই
যখন মনে পড়ে,
যায়না ভুলা কেন যে তা
ছিলে হৃদয় জুড়ে।
অনেক আশা দিয়ে ছিলে
ভুলবে নাতো কভু,
ক্ষনস্হায়ী জীবন থেকে
যদি না নেয় প্রভু।
ভুল করেছি আমি তোমায়
মনের ভিতর পোষে,
তুমি যে এক স্বার্থন্বেষী
বুঝলাম অবশেষে।