তুমি না এলে পাখিরা যেন
করেনা মিতালী,
তুমি না এলে কাটেনা কখনো
বিষন্ন গোধুলী।
তুমি না এলে আকাশের বুকে
ফোটেনা কোন তারা,
বসন্তের অগ্রদুত গায়না গান
তোমার পরশ ছাড়া।
তুমি না এলে কভু
জোনাকিরা করেনা খেলা,
তুমি না এলে খোলা মাঠে
পাখিরা বসাইনা মেলা।
তুমি না এলে চাঁদের মুখে
থাকেনা যেন হাসি,
তুমি না এলে শরৎকালে
ফোটেনা ফুল বেশী।
তুমি না এলে দোয়েল,শ্যামা
গায়না মধুর গান,
তুমিহীনা মৌমাছিরা যেন
চালাইনা অভিযান।
তুমি ছাড়া নদীর কোলে
উঠেনা যেন ঢেউ,
তুমিহীনা আমার হয়ে
ডাকেনা আর কেউ।
তুমিহীনা সুর উঠেনা
রাখালের বাঁশিতে,
তুমিহীনা আসেনা কেউ
আপন করে নিতে।
সব কিছু ভুলে ফিরে এসো
করোনা আর অভিনয়,
কান পেতে শুনো-আসলেই জানো
ভুলতো মানুষের হয়।