বুদ্ধি নাই বিবেক নাই
নাটের গুরু তবু,
ভাল কিছু করতে তাকে
দেখি নাই তো কভু।
পরের ক্ষতি করতে তাকে
বেস্ত দেখি সদা,
ভাল কিছু করতে গেলে
তিনি দেয় বাঁধা।
ঘুম হয়না একটি রাত
সুদ না খায় যদি,
হাঁড় কৃপটা লোক সে
মস্ত বড় লুদি।
সব গ্রাম চষে খায়
দাপট তার খুব,
মুখ খোলেনা কোন লোকে
থাকে সবাই চুপ।
দেশের ভাল চায়না সে
চায় অধপতন,
সেই লোকটি আর কেউ নয়
গোকুল মহাজন।