উড়ে যায় এক খন্ড বিষণ্ন মেঘ
স্মৃতির আকাশে টেনে রেখা,  
মন বলে— ফেরা কি আর সম্ভব আজ?
প্রতিউত্তর প্রতিধ্বনি হয়ে ফিরে আসে " না" ।  
তবুও হৃদয় খোঁজে এক চিলতে আলো,  
যেখানে তুমি ছিলে একদিন, ঠিক আগের মতো।

কুড়িগ্রাম সদর
১৪/০৬/২০২৫