তোমাকে ভালোবাসি প্রিয়
রক্তপলাশ ফোটা বসন্তের দিনগুলোতে শুধু নয়,  
শীতে ভরা রুক্ষ, জরাজীর্ণ মাঘ-পৌষেও—  
বলেছিলাম তাকে, অশ্রুসজল চোখে,  
শরতের নদীর মতো শান্ত স্বরে:  
"তোমার মতো কেউ কখনও বাসেনি ভালো,  
তুমি যে আমার জীবনের নীরব আলো।"

এতক্ষণে তুলিল সে চক্ষু,  
অশ্রু ছুঁয়ে বলিল ধীরে—  
"তুমি যদি থাকো পাশে, ঋতু আসুক যাই হোক,  
ভালোবাসা যদি সত্যি হয়,  
সে তো পেরোয় অনায়াসে সকল শোক।"
যতই ছড়াক অন্ধকার, তবু আমি থাকবো তোমার।

কুড়িগ্রাম সদর
০৮/০৬/২০২৫