বিম্বাসার মতো ধূসর আমার, অস্থির এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে
তুমি কি ভাবছো আমার কথা?  ময়ূরাক্ষী তুমি, কি দেখছো দূরে?
সমূদ্র-জল মিশেছে যেখানে অস্তগামী সূর্যের রক্তাভ আকাশে,
সেখানে তুমি খুঁজছো কি আমায়?  তোমার চোখের নীচের ওই
নির্ঘুম রাতের ছাপটা কি হতভাগা আমার জন্যে রাজকন্যে?


দিনটা হারিয়ে যাচ্ছে অন্ধকারের গ্রাসে, এখুনি রাত্রি নামবে,
তুমি কতক্ষন থাকবে আমার জন্যে?  যুবকেরা দাঁড়িয়ে আছে
তোমার একফোঁটা জোছনা দেখার আশায়, তাদের কি তুমি ফিরিয়ে দেবে?
কতক্ষন, কতদিন তুমি অপেক্ষা করবে এক হতদরিদ্র প্রেমিকের জন্যে?


ফিরে যাও ময়ূরাক্ষী মেয়ে।  ফিরে যাও তোমার আলোকময় প্রাসাদে!
আমার অন্ধকার সৈকতে কত আর বিলাবে তোমার মায়াবী আলো!
নির্ঘুম রাত্রি আর কত কাটাবে তুমি!


আলোর কন্যা তুমি, ফিরে যাও ঘরে।
আমার ধূসর সৈকত ফেলে, ফিরে যাও তোমার আলোকিত ভোরে!


অন্ধকারে আমি, বেঁচে রবো ঠিকই, যদিও... তোমার ভালবাসা থেকে... দূরে! বহুদূরে!