তোর মধ্যে একটা কিছু আছে
এমন কিছু, যা টানছে আমায়...ক্রমাগত
যার নেশায় আকণ্ঠ বুঁদ আমি খুজছি তোকে... সর্বত্র!


তোর মধ্যে একটা কিছু আছে
এমন কিছু, যা উত্তাল সমূদ্রে, আমার ডিঙ্গি টাকে
কখনো ছুঁড়ে দিচ্ছে উদ্বেলিত আলোকময় আকাশপানে,
কখনো আবার টেনে নিয়ে যাচ্ছে অগাধ জলের নিঃসীম অন্ধলোকে!
ঝড়ে পরা নাবিকের মতো দিশাহারা আমি
চোখ বুজে সঁপে দিয়েছি নিজেকে তোর দোরগোরে।
হয়তো কোন এক ক্লান্ত দিনে শান্ত হবে এই ঝড়,
হয়তো তখন, তুই ধরবি আমার ব্যাকুল হাতদুটি,
টেনে তুলবি তোর তীরে!


ধর্মান্ধদের থেকে দূরে, তোর আলোকময় সিংহাসনের
বহু নীচে, বসে আমি তপস্যা করছি তোর!
অন্যের বানী নয়, লোক মূখে শোনা গল্প-কাহিনী দিয়ে নয়,
আমি তোর মুখোমুখি হওয়ার প্রতীক্ষায় এখন!
জানি তুই ধরা দিবি একদিন, জানি তুই সামনে এসে দাঁড়াবি
একদিন!  তোর আলো এসে নামবে আমার মস্তিস্ক বেয়ে অস্তিত্ব জুড়ে!
ভয়ে নয়, লোভে নয়, আমি ভালবাসছি তোকে...তোকে জানি বলেই।