তুমি বলেছিলে আসবে আমায় দেখতে; আসোনি!
তুমি বলেছিলে “খোঁজ নেয়া হয় না কতদিন”; কেন খোঁজনি!
কেন বলেছিলে “জীবনটা এতো ছোট কেন?”
কেন বলেছিলেঃ “কত কিছুই করা হোল না জীবনে!”
কি চেয়েছিলে জীবনের কাছে? কি কি করা হয়নি তোমার?
আমাকে ওসব কথা কেন বলেছিলে?
বলেছিলেঃ “পুনর্জন্ম হলে ভাল হতো”। বলেছিলেঃ
“এক জীবনে সব সাধ মেটানো সম্ভব নয়”! কেন নয়!


আমি তোমাকে আমার ডলফিনের স্বপ্নটা দেখাতে চেয়েছিলাম!
তোমাকে এক সীমানাহীন জীবনের আকাঙ্খার কথা বলতে চেয়েছিলাম!
বলতে চেয়েছিলামঃ “সীমাবদ্ধতা, মধ্যবিত্ততা'...'আমাদের কল্পনায় শুধু”।


তুমি সেই কল্পনাকে পাড়ি দিতে পারবেনা...বুঝে নিয়েছি আমি।
সীমাবদ্ধ নারী তুমি... তোমার ভূবন ভুলানো রূপ আর কিংশুক গন্ধ নিয়ে,
তোমার অফুরন্ত সম্ভাবনা আর সীমাহীন ক্ষমতা নিয়ে...থাকোঃ
যেখানে আছো সেখানে...ওই দরজার আড়ালে, গায়েবী দেবী হয়ে।
লোভ দেখিয়ো না আর!  স্বপ্নহীন দেবীর স্বপ্ন দেখতে...আর আমি পারবো না।