চেনা সুর, অচেনা গান...ভেসে আসছে কোথা থেকে!
এলমেলো কথা, অবোধ্য কবিতার পঙক্তিমালা!
ঢাকার রাস্তায় বিষন্ন ধূলা, বিভ্রান্ত কূয়াশায় হেঁটে যাওয়া পথচারী!
আবছায়ালী এই বিবর্ণ দিনে, পার্কের বেঞ্চিতে অবাক এই ভোর!
শিশির ভেজানো ঘাসে ছড়িয়ে থাকা মুঠো মুঠো ইচ্ছাগুলো!
ডাকছে কেমন অচেনা ইশারায়!  ব্যস্ত রাজপথে, খুঁজছি
...হারিয়ে যাওয়া চিঠি! বুকের গভীরে লুকোনো পুরোনো খামগুলো...
দূরের আকাশে ডানামেলা স্বপ্নের মতো উড়ে যাচ্ছে, আর ছেঁড়া ঘুড়ির মতো
ঝরে পড়ছে আবর্জনার স্তূপে!  মিউনিসিপ্যালিটির ট্রাকে চলে যাচ্ছে অজানার পথে
...বেদনার আর্তি ছড়িয়ে অগোছালো সকাল থেকে উদাস দূপুরে!


রিক্সার ঘণ্টি আর ঠেলাগাড়ীর ঘড়ঘড় শব্দের ভিতর ভেঁপু বাজিয়ে
ছুটে যাচ্ছে যন্ত্রদানবেরা!  পার্কের বেঞ্চিতে দেবদারুর ছায়া যাচ্ছে সরে!
সূর্য ঢলে পরা ক্লান্ত বিকেলে বদলে যাচ্ছে আমার শহর!
বিভ্রান্ত মানবেরা ছুটছে...মৃত স্বপ্নের পিছনে! দাবী-দাওয়া, চাহিদায়
ক্লিষ্ট জীবন...স্বপ্নহীন! ডুবছে দিনের আলো, ঝুম অন্ধকার তাড়িয়ে
জ্বলে উঠছে নিয়নের কৃত্রিম-আলো!
ততটুকুই আলোকিত যা দেখানো যায়,
বাকী সব... অন্ধকারে ঢাকা!