তোমাকে খুব উদাস মনে হয়েছে আজ!
তুমি ঠিক আছো সুনয়না?
কি ভাবছিলে অমন? কোথায় ছিল ও মন!
আমার চোখে চোখ রাখোনি! কেন?


আজ শীত পরেছে ভীষন, ইচ্ছা করছিলো
এসে তোমার গা ছুঁয়ে বসি, তোমার উষ্ণ
শরীর থেকে উম নেই, আর তোমার মুখটাকে
আমার দিকে ঘুরিয়ে দিয়ে বলিঃ বলো আমায়।


ইচ্ছা হচ্ছিলো... তোমার হাত টা ধরে নিয়ে যাই
আমাদের সেই চন্দনা-বারাসিয়ার তীরে!
কোলাহল থেকে দূরে, পাশাপাশি বসে, শুনি তোমার
লুকানো কথামালা! দেখি তোমার মুখের মায়া, চোখের তারা!


বলেছিলে, জীবনটা এতো ছোট কেন!  যা চাই তা
একজীবনে পাওয়া যাবে না কেন!  উত্তর তো নেই জানা!
সীমীত জীবন, সীমাবদ্ধ জ্ঞ্যান, অন্তহীন স্বপ্ন তবু!
তোমার আকাশ মেঘেলা আজ বড়, ...ঝড় কি আমি তুলছি!