তোমার ভ্রু-তে আজ, কাটাকুটি খেলা
ঝরে যাওয়া পাতাগুলির মতো …উদ্ভ্রান্ত নিরুদ্দেশের দিকে দৃষ্টি!
ঠোঁটের কোলাজে, তোমার মন খারাপের সূর।
বুকের বোতাম খোলা, যেন উড়িয়ে দিয়েছো আজ …সব জমানো ধূলা!


বিষন্ন শীতেলা দিন, ছুঁয়ে যাওয়া সব স্মৃতি!
হারিয়ে যাওয়া ডাকনামগুলো, পরিচিত মুখেদের লাইন!
মায়ার চাদর, চাদরে জড়ানো ঘাম!
স্মৃতিদের আসা-যাওয়া, যেন অভিমানী সব অতিথি!


তোমার হাতেতে খাম, খামটা যে আজ খোলা!
অভিমানী হাও্য়া ঢুকছে যে বুকে, তোমার বুকের বোতাম খোলা।
মরণ অসুখ তো নেই, মিছিমিছি সব ব্যাথা!
স্মৃতি ভরা এই দিনে, ভাসছে পূরানো কথা।


বিষন্ন দিন তোমার, জানো কেটে যাবে ওই বেলা,
তোমার হারানো সুর, ভাসছে কেননা, তোমার বুকের বোতাম …আজ খোলা।