আজো আমি আমার আমিকে
চিনতে পারিনি
কেন এই পথ্চ্লা
আজো আমি বুঝতে পারিনি।


পথে পথে ঘুরি,চোখ বুজে
আকাশ-কুসুম ভাবনায় সাঁথরে বেড়ায়
বার বার আমি সবকিছু ভূলে
কেন্দ্রে ফিরে যায়।


আকাশ হতে অজোর ধারায়
বৃষ্টি ঝড়ার শব্দে মন বিচলিত
প্রকৃতির অপরুপ মায়াবী খেলা
উপভোগ করছি অবিরত।


প্রিয়সীকে একপলক দেখব বলে
অনন্তকাল বসে থাকি
কিসের মোহে প্রিয়ার কোলে
নিশ্চিন্তে মাথা রাখি?


আজো আমি আমার আমিকে
চিনতে পারিনি
কেন এই পথ্চ্লা
আজো আমি বুঝতে পারিনি।