আমি যে বদলে যাচ্ছি
আমার বদলানো নিয়ে
কারো উৎকণ্ঠা নেই,
আমার বদলানো নিয়ে
রাজপথে মিছিল হবে,
অফিস পাড়ায় ধর্মঘট
রেসকোর্সে প্রতিবাদ সভা?


কার এমন দায়?
সমাজ,দেশ বদলায়
পাতি নেতা বড় হয়,
কারো ভাগ্যের ছিকা ছিড়ে।।


মানুষের ভাগ্য বদল হয়
আমার বদল হয় গাঁয়ের র্ং
কালো চুল , দেহের ভাজ,
দেহ বদল চোখ পড়ে ।


আমি মানুষ বদলে
প্রেমিক হলাম, আমার আত্মা
বদলে তুমি ।।