তুমি বদলাবে না বলেই হয়ত
বদলে গেল প্রকৃতি,
আমার চোখে জল শেষ বলেই
শ্রাবণের বুকে আকুতি।
কেঁদেছি গোপনে মুচে অশ্রু
হাসি মুখে
শ্রাবণের জল বলে গেল বন্ধু
একা নও
আঁখি জলে মিশে আছি
তুমি আমি।
ফুল হয়ে ফুটলো যবে
শিউলী কদম
বকুলগুলো ঝরে গেল গভীর
অভিমানে
রাত জাগা ঝিঝি পোকার ডাকে
হৃদয়ে জাগে কী তার
সমুদ্রের সোপান।