ওরা ভেবেছিল
একরাতের হোলি খেলায় মৃত্যু হবে
একটি জাতির স্বপ্নের,
শূন্য শ্মশানে উদ্বাহু নাচবে
কবন্ধ প্রেতাত্মারা!


ওরা ভেবেছিল
পোড়ামাটির গন্ধে বিদীর্ণ আকাশ
দেখবে না কোনো
ক্ষত্রিয় প্রাণ,
ছাইয়ের গাদায় জন্মাবে না
কোনো সবুজ ঘাস।


ওরা ভেবেছিল
অস্ত্র নিণাদে ঝাঁঝরা বাতাসে
কখনো শ্বাস নেবে না
পানকৌড়ি ও পলাশ,
লাশের মিছিলে এসে থমকে যাবে
বহতা নদীরা সব!


বোঝেনি ওরা
বাঙালির বুকচেরা নির্যাসে সিক্ত বাংলা
হবে ক্রমশই উর্বরা,
লক্ষ রক্তবীজ থেকে জ্বলে উঠবে
আস্ত একটা গনগনে সূর্য!
জলপাই ট্যাঙ্ক-কে গুঁড়িয়ে দেবে
অগণিত দ্রোহের মশাল।


বোঝেনি ওরা
২৫ মার্চে উঁকি দেবে
বাংলাদেশের ভ্রূণ,
২৫ মার্চেই রচিত হবে
পাকিস্তানের লাশ!


© আজিজুর রহমান খান