কারো জন্যে কিছু থেমে থাকেনা প্রিয়া,
সূর্যের জন্য সকাল..
বৃষ্টির জন্য ফসল..
বাতাসের জন্য নৌকো..
অলির জন্য বকুল;


এবং..


আমার জন্য তুমি..
অথবা..
তোমার জন্য আমি,


তাইনা প্রিয়া?


এই বেশ ভাল আছি আমরা,
তুমিবিহীন আমি
কিংবা আমিবিহীন তুমি;


নাহয় একটু একা
অথবা..
বড় বেশি একা,


তাতে কি-ইবা এসে যায়!


© আজিজুর রহমান খান