এখন অনেক রাত,
দ্বিপ্রহর কি একেই বলে?
হবে হয়তো;
সবাই ঘুমিয়ে গেছে..
এমনকি প্রকৃতিও!
জেগে আছে শুধু সময়..
একাকী প্রহর,
এবং একাকী আমি;
পাশাপাশি..কাছাকাছি,
তবু সময়ের হাত ধরবোনা আমি।
বাতাসে ছড়িয়ে আছে
তোমার কথার রেনুরা,
ওদের নিয়ে আরো কিছুক্ষন
খেলবো আমি--খেলোয়াড় আমি..
বৃত্ত সাজাবো..
কিংবা মালা গাঁথবো,
যা মন চায় তাই করবো!
আর সবার মত তুমিও ঘুমাও মায়া,
কথার রেনুগুলোকে আরো কিছুক্ষন
জাগিয়ে রাখবো আমি..
আরো কিছুক্ষন খেলবো,
সুড়সুড়ি দেবো,
নেড়েচেড়ে দেখবো,
আদর করবো;
তারপর,
ক্লান্ত হলে..
কথাগুলোকে বুকের মাঝখানে জড়িয়ে
একসাথে ঘুমোবো।


© আজিজুর রহমান খান