অবশেষে তোমায় দেখতে পাব..
পিচঢালা পথ যেনো
সবুজ ঘাসের গালিচা,
চাকার শব্দে কোন সুমধুর গান!


ধূলো-র গন্ধে গন্ধরাজের মায়া..
শেষ বিকেলের রোদে
ভালবাসার ছোঁয়া।


পথের পাশে
সেচ-ঘরটিও কত সুন্দর!
ধানের ক্ষেতে একলা বাছুর
ভাটিয়ালি গান গায়।


বিশ্বাস হয় প্রিয়া?


দ্যাখো
অন্ধকারের বুক চিরে আমি আসছি..
বিদ্যাসাগরের দ্বিতীয় পত্নীর কাছে;


দু'ধারে ফসলী মাঠ,
বাঁশঝাড়..এবং..
জোনাকিরা ব্যস্ত ঘুমের আয়োজনে।


পৃথিবী ঘুমিয়ে যাক..
ঘুমাক চরাচর..
তুমি কিন্তু ঘুমিয়ে পড়োনা,


জেগে থেকো প্রিয়া,
জেগে থেকো
বুকে ভালবাসার বুদবুদ নিয়ে..


© আজিজুর রহমান খান