সেই বাছুরটিকে খুঁজে পেয়েছি মায়া,
এখনো ধান পাতার ফাঁকে ফাঁকে তার ভাটিয়ালির সুর-মূর্ছনা,
সেচ ঘরটি নতুন সুরে বেঁধেছে তাণ,
গাড়ির চাকায় নতুন সিম্ফনী।


শুনতে পাও না মায়া?
...বাতাসের ভাঁজে ভাঁজে আমার হৃৎস্পন্দন...
ব্যাকুল নিশ্বাস?


চেয়ে দ্যাখো...
গুবাক সারির পাতার ফাঁক দিয়ে তোমাকে দেখছি আমি,
জানালা গলে চুঁইয়ে পড়া আমার আদরগুলোকে
যতন করে তুলে নাওনা আঁজলা ভরে...
মেখে নাও সারা গায়ে।


নেবে না মায়া?


© আজিজুর রহমান খান