একটা গল্প শুনবে,মায়া...
মরুভূমি ও মালীর গল্প?
পৃথিবীর এক প্রান্তে একটা মরুভূমি ছিল..
ঊষর..রুক্ষ..গুল্মহীন খাঁ খাঁ প্রান্তর;


একদিন এক মালী এলো ভালবাসার ডালি নিয়ে..
ঢেলে দিল বুকের সবটুকু নির্যাস,
গভীর মমতায় ফোটাল অজস্র অচেনা ফুল।
বন্ধ্যা মরুভূমি মুগ্ধ
তার খর বুকে এই ফুলের পসরা দেখে।


তারপর...
একদিন মালীর কী খেয়াল হল কে জানে,
একেকদিন একেকটি ফুল থেকে
নিজ হাতে তুলে নিলো একেকটি পাপড়ি..
হয়তো তেমনি গভীর মমতায়,
কিনতু সে মমতা মরুকে ছোঁয় না;


মরুভূমি নিঃস্ব চোখে চেয়ে থাকে..
অবুঝ হাহাকারে,
নিরালোক দৃষ্টিতে দেখে..
আবার সে মরুভূমি হয়ে যাচ্ছে;
নিরাবেগ বালুরাশি শুষে নেয় তার সবটুকু অশ্রু।


মন খারাপ করোনা মায়া,
গল্প তো গল্পই..
শুধুই গল্প!


গল্পের মরুভূমির কষ্টে ভিজিয়োনা
তোমার চোখ।


© আজিজুর রহমান খান