মনে পড়ে প্রিয়া..
গোলাপ,কাঠবেলি আর গাঁদা ফুলে ঘেরা
বাসরের কথা?


মনে পড়ে?


ভালবাসার প্রগাঢ় আশ্লেষ..
পরস্পরকে আবিস্কার..
নিরন্তর ছুঁয়ে থাকা..
কী ভীষন মুগ্ধতা ঘিরে রেখেছিল আমাদের!


এখন আর আমরা মুখোমুখি
নই কেউ,
তবু-ও প্রহর কাটে..
প্রহরের মত..
নিস্তরঙ্গ বয়ে চলা শীর্ণ নদীর মত।


চারপাশে এত কোলাহল..
জীবনের উচ্ছাস..
নাম না জানা পাখির কলরব..
তবু চৈত্রের নিঃসঙ্গতা
জড়িয়ে আছে আমাকে;
মনে হয়..
মনে হয় অন্য কোনো ভূবনে জন্ম
এই শূন্যতার!


আমি সাদামাটা,
খুব-ই আটপৌরে একজন,
এই তীব্র অনুভূতির সাথে
পরিচয় ছিল না আমার।


আমি ভাল নেই প্রিয়া..
একটু-ও ভাল নেই!


দূর থেকে একটু
ছুঁয়ে দেবে না আমায়?


© আজিজুর রহমান খান