মরুর-ও তো স্বপ্ন থাকে--
বালিয়াড়ির স্বপ্ন..
কবে ছন্নছাড়া বাতাস এসে
সাজানো ছবি এলোমেলো করে দেবে,
এত বেশি পরিপাটি
ভাল নয়,
ভাল নয় সাজানো শৈশব বা দাম্পত্য!


বড়ো বেশি সাদামাটা
এই সমাজ-সংসার..
চক্রে বাঁধা জীবন।


ভাল লাগেনা প্রিয়া,
একটু-ও ভাল লাগেনা!


সবকিছু ভেঙ্গেচুরে দিয়ে
একটুখানি আরণ্যিক ভালোবাসা দেবে আমায়?


© আজিজুর রহমান খান