জ্যৈষ্ঠের খর দুপুর ছুঁয়েছে
রাত্রির আঁচল,
দীঘির কালোজল আলগোছে পাশে ঠেলে
ক্লান্ত বালিকা ঘুমায়;
মসৃন জলচাদরে স্তব্ধ দেবদারুছায়া
জেগে থাকে,
জেগে থাকে দীঘিও,
বাঁধানো শানে হাত পা মেলে জাঁকিয়ে বসে অন্ধকার...
দীঘি চোখ তুলে চেয়ে দেখে
অন্ধকারের মুখ--
যেনো ভালবাসায় আর্দ্র প্রেয়সীর মুখ;
কালো জলে কালো আঁধার মিশে এক হয়ে যায়...
গভীর আলিঙ্গনে!


ঘুমাক বালিকা ঘুমাক,
উপদ্রবহীন ঘুম..
দীঘি থামাবে তার সমস্ত স্পন্দন,
আড়ষ্ট হবে অবুঝ দেবদারু,
বাঁধানো ঘাট আবার শুধুই বাঁধানো শান;


তবু-ও বালিকা ঘুমাক,
শ্যাওলা গজাক পুরোনো দীঘির ঘাটে!


কাকচক্ষু কালোজল আবারো
বিষণ্ন..অচঞ্চল..স্থির,
অস্তিত্বে নিবিড় প্রতীক্ষা..
আবার দেখবে কবে
প্রিয়ার মুখে সুখের শিশির!


© আজিজুর রহমান খান