সমুদ্র দেখবে প্রিয়া?


আমার বুকের গহীনে
ডুব দাও তবে..
দ্যাখো..
ভালবাসার দুর্বিনীত জলরাশি
কী উদ্ধত আকুলতায় আলিঙ্গন করে
বেদনার বালুতটকে;


কান পাতো..
হৃদয়ের শঙ্খনাদ শুনতে পাও?
এলোমেলো বাতাসে
ছন্নছাড়া জীবন্ত অনুভূতিরা
ডানা মেলে আছে..
নাওনা তোমার আঁচলে একমুঠো তুলে!


আরও..আরও গভীরে ডুব দাও..
খোঁজো প্রিয়া,খোঁজো..
স্বপ্নচারী ডুবুরির চোখে,
দেখো..
সাতরঙা প্রবালের পাশে পড়ে আছে
একটি ঝিনুক,
ভেতরে এক মুক্তো ভালোবাসা..
শুধু তোমারি জন্য!


© আজিজুর রহমান খান
রচনা কাল: ২০০৬