তোমায় কিছুই দিতে পারিনি আমি..
বিনিদ্র রাত,দীর্ঘশ্বাস,চোখের জল
আর না পাওয়ার বেদনা ছাড়া।


তোমার কোনো চাওয়া মেটাতে পারিনি আমি..
একটিও না।
তোমার স্বপ্নের সারথি হতে পারিনি
মাত্র একটিবারের জন্যেও হয়তো।


শুধু কষ্টই দিয়েছি,
শিউলি বিছানো পথে ছড়িয়েছি
বঞ্চনার ধুলো;
তোমার ভালবাসাকে পায়ে দলেছি,
আর করেছি নিদারুণ অবহেলা।


আমার কোনো কৈফিয়ত নাই,
যা কিছু দায় সবটুকুই আমার।


আমার প্রতি তোমার যত অভিযোগ
তিল তিল করে জমিয়ে রেখো
জমাখরচের খেরোখাতায়;
দেখো..
বালু থেকে দ্রুত একটা হিমালয় পেয়ে গেছ;
নিষ্করুণ হাতে সেটা তুলে দিয়ো
আমার কাঁধে।


বোধ-হীন ভারবাহীর মত অকাতরে
কাঁধে তুলে নেব তোমার উপহার,
তারপর...
মাঝসমুদ্রে নিঃসঙ্গ নাবিকের মতো
পালহীন ভেলায় চড়ে
জলনুপুরের শব্দ গায়ে মেখে
উড়াল দেব...
অন্তহীন অন্তরীক্ষে নক্ষত্রের পথে।।


© আজিজুর রহমান খান