তুমি আমায় বসন্তহিল্লোল দিতে চেয়েছ,
এবং একাকীত্ব-ও;
দিতে চেয়েছ বসন্তবাগান ও পদদলিত দীর্ঘশ্বাস..
আমি কোনটা নেবো,
ফুল, না ফাগুনের প্রসব বেদনা?


তীক্ষ্ণ ভালোবাসায় বিদ্ধ করেছো আমায়
অদৃশ্য দু'ধারী ছোরায়
নির্মম মমতার সোনালী আদরে
বেহিসাবী বালকের মতো
মুগ্ধ আমি বিবশ হয়ে যাই!


অগৈস্ত্য অন্ধকারের আল বেয়ে পথ হাঁটছি,
একা ...তবু একা নই;
অদূশ্য অমোঘ সূতোয় বেঁধেছি তোমার নিয়তি..
লক্ষ্যহীন..ব্যস্ত..
নিরানন্দ..বৃথা ছুটে চলা!


গুটি গুটি পায়ে অন্ধকার আসে..
গোধূলিকে গ্রাস করে নিঃশব্দ থাবা মেলে।
কক্ষচ্যুত নক্ষত্রের প্রেমে উদ্ভ্রান্ত
আমার আকাশ!


© আজিজুর রহমান খান