মৃত্যু আমার দরজায় করে করাঘাত
দেখি তারে কেন ডাকে আমায়?
আমার শেষ কাজ কি হয়েছে সম্পন্ন?
দায়িত্ব আর কর্তব্যের ভারে কি মাথা নুয়েছে আমার?
আমি কি পৃথিবীর কর্ম করেছি ঠিকমতো?
হয়তো তারই জন্য দেখি তারে।
মৃত্যু আমার দরজায় করে করাঘাত
শীর্ণকায়া,বিনিদ্র চোখ যোগল আর তাদের প্রত্যাশা
ছেয়ে যায় কবরের স্তুপের মতো করে
শেষ কি হয় কখনো ইচ্ছে আর স্বপ্ন পূরণের উচ্চাশা?
অর্থের দাবানলে নিজেকে পুঁড়িয়ে
সুখের ঠিকানা জেনেও কেন-
দুঃখের পিছনে কেন ছোটে চলে;
জানা হলো আজ খুব নিকট থেকে।
বিনিদ্র চোখ যোগল ঝাপসা হয়ে দেখে চলে
মৃত্যু যেন এসে দরজায় করাঘাত করে গেল;
জানিয়ে গেল যেন আমায়-
গুছিয়ে নাও, বুঝিয়ে দাও
যা আছে সব এই পৃথিবীকে দিয়ে দাও।
হয়তো এরই ফাঁকে দেখতে আসবে সে
মৃত্যু আমার দরজায় করাঘাত করে, আজিজ!