যৌবনে মৃত্যু চেয়েছিলাম,আস্বাদনের মৃত্যু দেখেছিলাম
এখন মৃত্যুও আমায় হতে দূরে সরে দাঁড়ায়
চারপাশে রক্তস্রোতে ভেসে যাওয়া শিশুদের ক্রন্দন
অনাহারে আহাজারি আর আত্মনাদের চিৎকার
কি দেখতে হচ্ছে আমায়?
কি বিষাদ আর করুণ বিভীষিকাময় অবস্থা?
সত্য ফলাও ফসলী চাষে মিথ্যা বাঁচে করুণ রুধে।
কার ডাকে কেই দেই সাঁড়া? কে আছে ঐ উর্ধে তরে?
শুনছে কি সে করুণ রোধন? দেখছে কি সে রক্তস্নাত?
কোথায় সেই ন্যায় বিচার? কেন তাদের চোখে রক্তের অশ্রধারা?
যৌবনেই মৃত্যু চেয়েছিলাম, বিস্বাদের স্বাদ গ্রহণ হবার আগেই
মৃত্যুও আজ সরে দাঁড়ালো হাজারও মৃত্যু দেখার জন্য।