সুখের যাতনায় কষ্ট করিয়া কি লাভ হইলো?

কপালে সুখ নাহি যদি লিখিয়া থাকে,

পাথরে ঠুকে কি সুখ লভিয়া পারিছে কেহ?

জানি পারে নাই কেহ,কখনো হবারও নয় তাহা।

বচনে আসে কত শব্দের মালা,

কঠোর সাধনায় পরাস্ত হয় নাকি কপাল লিখন?

জানিতে চাহে সবাই ; করিবার পারে কতজন?

সুখের যাতনায় চিত্ত ফেলিয়া যায় বারবার

দুঃখের কুড়ি কুড়িয়ে জীবন সাঁজায় বারবার,

সুখ কি আসিবে এই জীবনের মাঝে?

কপালে যদি নাহি লিখিয়া থাকে সুখ!

আমি বারংবার বলিয়া থাকি,

সুখের পিছনে চলে যেসবে

সুখ নাহি লাভ হয় তাহার।

যাতনার চাদরে যে জড়ায় নিজেকে

কপাল হস্তে খুদিত হয় সুখের-ই মালা।

সুখ! সুখ! করিয়া ক্রন্দনে কিছু নাই

সুখ তো তাহারই তরে

দুঃখের চাদরে যে নিজেকে সুখি মনে করে।