আমি মুজাহিদ নই, আমি আনসার নই
আমি কাপুরুষে মুসলিম মুরতাদ
আমি মুশরিকে আম্মার, ফেরাউন, নমরুদ
আমি তাদেরই উৎকৃষ্টতর বংশধর।
আমি কাফিরে আলম নিশ্চল মুনাফিক
নিবদ্ধ এক জাতির কথিত মুসলিম।
আমি দু'চোখে দেখেছি বিধ্বস্ত ফিলিস্তিন
দেখেছি লাখো প্রাণের ছিন্ন দেহস্বার
আমি কম্পিত,আমি লজ্জিত, আমি পরাজিত এক মুসলিম
আমি নিন্দিত, আমি গাদ্দারে খুদি জাত
আমি তাহার সমর্থক, আমি তাহার দর্শক।
শুনো হে মুসলিম, খোদার প্রার্থনা করো যারা
খোদার ঘর যাহারে বলো তাহাতে রয়েছেন কি উনা!
শ্রেষ্ঠ তিনি কাহাদের বলিয়াছেন?
কাহাদের করিয়াছেন গুণগান?
একটু ভেবে চিন্তে করো ফরিয়াদ
দু'হাতে বেঁড়ি, মুখবন্ধ করে কি বলে থাকো শ্রেষ্ঠ জাত!
আফসোস হয়! লজ্জিত বলি কাহারে আমি
যুদ্ধের দামামা বেজে চলেছে হায়!
কথিত মুসলিম বলে কিনা দোয়াতে সব কিছু হয়ে যায়।
বদর, ওহুদ, খন্দকে কারা জীবন দিয়েছিল হায়!
নবীর দন্ত কি করে হয়েছিল শহীদ বলো হে মুসলিম ভাই?
রক্ত ঝরিয়ে, হৃদয় ছিঁড়ে হামজা কেন হয়েছিল শহীদ?
তারা কি মসজিদ কা'বায় তওয়াফ করে হয়েছিল কি বিজয়ী?
ঘৃণা করো অন্তরে,যাহাদের দূর্বল ঈমান
কেন এতো হুংকার তোমার? এতো কেন অধিকার চাও?
মৃত্যু মুখে পতিত হলে পিছন ছোটে দৌঁড়ে পালাও
সত্য বলার সাহস নেই তোমার
আমি বলে মুসলিম পরিচয় দাও কার?
সত্য মুসলিম! সত্য কি তাহা? সত্য পরিভাষা জানো আগে
ঈমান তোমার দূর্বল তবে বেঁচে আছো কোন কারণে?
ফিলিস্তিনের রাফাহ হয়ে গেল নিঃশেষ
লাখো শিশু,নারী,পুরুষ ও বৃদ্ধের প্রাণ হলো শেষ।
বেঁচে আছো মুসলিম বলে যারা
কিভাবে পরিচয় দিবে শতাব্দীর পরে তারা?
এখনই মুছে নাও কলঙ্কিত নাম তোমার
আমি! আমি! পরিচয়ে কেন অহংকার তোমার?
ইতিহাসে রচিত হয়েছে অঙ্কিত এক জাতির নাম
মুসলিম বলে পরিচয় দেই মানে না খোদার ফরমান।
কিসের কুরআন? কিসের হাদিস? কেমন তাদের আখলাক?
তারা মুজাহিদ নই, তারা আনসার নই
তারা কাপুরুষে মুসলিম মুরতাদ।
তারা মুশরিকে আম্মার,ফেরাউন, নমরুদ
তারা তাদেরই উৎকৃষ্টতর বংশধর।